ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ 

বেলুচিস্তানে মাদকের ব্যাপক ব্যবহার নিয়ে উদ্বেগ

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ ডিসেম্বর ২০২৪

শেয়ার

বেলুচিস্তানে মাদকের ব্যাপক ব্যবহার নিয়ে উদ্বেগ

পাকিস্তানের বেলুচিস্তানে মাদকের ব্যাপক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার আন্দোলনে নেতৃত্বদানকারী বেলুচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)। সংবাদ সম্মেলন করে নিজেদের এ উদ্বেগের কথা জানায় তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বেলুচিস্তানের মাস্তুং জেলাকে মাদকের কেন্দ্রে পরিণত করা হয়েছে। এটি এখন মাদকের হটস্পট হয়ে উঠেছে। সব ধরনের মাদক সস্তায় পাওয়া যায়। এখান থেকে মাদক ছড়িয়ে পড়ছে আশপাশের জেলায়।

বক্তরা বলেন, কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাদক মাফিয়ারা দায়মুক্তি নিয়ে কাজ করছে। জনগণকে অবশ্যই তাদের এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সূত্র : দ্য প্রিন্ট

novelonlite28
umchltd