ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ 

বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে দুই সৈনিক নিহত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০১:১০, ৩১ ডিসেম্বর ২০২৪

শেয়ার

বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে দুই সৈনিক নিহত

বুধবার বেলুচিস্তানে কাতারি রাজপরিবারের সদস্যদের বহনকারী একটি কনভয়ে বোমা হামলায় দুই প্যারামিলিটারি সৈনিক নিহত হয়েছেন। ইরান সীমান্ত থেকে ১১০ কিলোমিটার দূরে তুরবত শহরের বাইরে এই ঘটনা ঘটে। হামলার সময় কাতারি রাজপরিবারের সদস্যরা একটি শিকার অভিযানে যাচ্ছিলেন।

স্থানীয় প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল হামিদ জানিয়েছেন, সড়কের ধারে রাখা বোমাটি বিস্ফোরিত হলেও কাতারি অতিথিরা অক্ষত আছেন। তিনি বলেন, ‘বিস্ফোরণে ফ্রন্টিয়ার কর্পসের দুই প্যারামিলিটারি সৈনিক নিহত এবং আরও চারজন সদস্য আহত হয়েছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তাও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর কাতারি রাজপরিবারের সদস্যদের ‘অতিরিক্ত নিরাপত্তা’ দেওয়া হয়েছে।

কোন কাতারি রাজপরিবারের সদস্যরা এই শিকার দলে ছিলেন, তা কর্তৃপক্ষ জানায়নি। কাতারি রাজপরিবারের হাজার হাজার সদস্য রয়েছে।

কাতারিদের লক্ষ্য করেই এই হামলা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। বেলুচিস্তানে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী সক্রিয়, যারা নিয়মিত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রতি শীতকালে উপসাগরীয় অভিজাত শ্রেণির অনেকে বিরল হুবারা বাস্টার্ড পাখি শিকারের জন্য বাজপাখি নিয়ে বেলুচিস্তানে ভ্রমণ করেন।

novelonlite28
umchltd