ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ 

পাকিস্তানে ‘সম্মানরক্ষায়’ নারীকে গুলি করে হত্যা

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০১:৫২, ৩১ ডিসেম্বর ২০২৪

শেয়ার

পাকিস্তানে ‘সম্মানরক্ষায়’ নারীকে গুলি করে হত্যা

পাকিস্তানের করাচিতে এক বিবাহিত নারীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশের ধারণা, পারিবারিক ‘সম্মানরক্ষায়’ ওই নারীকে ঘরের ভেতর গুলি করে মারা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। পুলিশ বলছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম রাজিয়া সানাউল্লাহ। প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, এ ঘটনায় তার ঘনিষ্ট আত্মীয়রা জড়িত।

ডন ডটকমের সাথে কথা বলার সময় মালি জেলার পুলিশ সুপার সাঈদ রিন্দ বলেন, এই হত্যার পেছনে ঘনিষ্ঠ আত্মীয়রা জড়িত বলে মনে হচ্ছে। তদন্তের সময় পুলিশ এমন কিছু ক্লু পেয়েছে, যা ইঙ্গিত করছে যে তথাকথিত সম্মানরক্ষার্থে হত্যার ঘটনা ঘটেছে। 

পুলিশ সুপার জানান, ঘনিষ্ঠ আত্মীয়রা ওই নারীর কর্মকাণ্ডে এতটাই ‘বিরক্ত’ ছিল যে তারা তার জানাজায় অংশ নেননি। তবে তার প্রতিবেশীরা জানাজায় অংশ নেন। আইনি আনুষ্ঠানিকতার জন্য মরদেহটি জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টার স্থানান্তর করা হয়েছে। পুলিশ মামলাটি আরও তদন্ত করছে।

গত মাসে মহানগরের উপকণ্ঠে তথাকথিত সম্মানের নামে এক নারীকে তার স্বামী ছুরিকাঘাতে হত্যা করে। এর আগে সেপ্টেম্বরে ওরাঙ্গি টাউনে একটি নববিবাহিত দম্পতিকে গুলি করে হত্যা করা হয়। জুলাই মাসে এক তরুণীকে তার দাদা পারিবারিক সম্মানরক্ষার নামে কুড়াল দিয়ে হত্যা করে।

novelonlite28
umchltd