ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ 

পাকিস্তানে আরও একজনের পোলিও শনাক্ত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২২, ১৭ জানুয়ারি ২০২৫

শেয়ার

পাকিস্তানে আরও একজনের পোলিও শনাক্ত

পাকিস্তানে পোলিও সংক্রমণের ঘটনা বেড়েই চলেছে। সর্বশেষ গত বুধবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে এক মেয়ের শরীরে বন্য পোলিওভাইরাস টাইপ ১ (WPV1) শনাক্ত হয়। এর মধ্য দিয়ে ২০২৪ সালে দেশটিতে মোট ৭২ জন মানুষের শরীরে বন্য পোলিওভাইরাস শনাক্ত হলো।

পাকিস্তানের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত মেয়েটির নমুনা গত ৩১ ডিসেম্বর নেওয়া হয়েছিল। বুধবার সেই রিপোর্ট হাতে পান তারা। ডেরা ইসমাইল খানে এটি ১১তম সংক্রমণের ঘটনা। 

পাকিস্তানে পোলিও রোগীর সংখ্যা বৃদ্ধি এবং টিকাদান দলের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাগুলো দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাদুর্ভাব রোধ করা যায় এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়। 

স্বাস্থ্য কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, পোলিও এখনও একটি পক্ষাঘাতগ্রস্ত রোগ যার কোনও প্রতিকার জানা যায়নি। টিকাদানের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

একজন জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, এই বিধ্বংসী ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য পাঁচ বছরের কম বয়সী শিশুদের একাধিক ডোজ মৌখিক পোলিও টিকা এবং নিয়মিত টিকা নেওয়া অপরিহার্য।

novelonlite28
umchltd