ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ 

বেলুচিস্তানে ডিসেম্বরে ২২ গুম, ৫ বিচারবহির্ভূত হত্যা

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ জানুয়ারি ২০২৫

শেয়ার

বেলুচিস্তানে ডিসেম্বরে ২২ গুম, ৫ বিচারবহির্ভূত হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে গত ডিসেম্বরে ২২টি গুমের ঘটনা ঘটেছে। এ সময়ে ৫ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বেলুচ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) মানবাধিকার শাখা এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করেছে।

বিবৃতির বরাত দিয়ে বেলুচিস্তান পোস্ট  জানায়, এই ২২ গুম ও ৫ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বেশিরভাগই ঘটিয়েছে পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা। 

খবরে বলা হয়, বেলুচিস্তানের ছয়টি জেলায় গুম-খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে কেচ শহরে।  

বিএনএম-এর বিবৃতিতে উল্লেখ করা হয়, গুম-খুনে যে হিসাব তারা দিয়েছে, প্রকৃত সংখ্যাটা এর চেয়ে বেশি হবে। কারণ অনেক মানুষ ভয়ে সত্যিটা প্রকাশ করতে পারে না। পরিবারের কাউকে তুলে নিয়ে গেলেও তারা অভিযোগ করার সাহস পায় না। কারণ এতে  নীপিড়ন আরও বাড়ার শঙ্কা আছে।

novelonlite28
umchltd