ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ 

বেলুচিস্তানে বড় বিক্ষোভের ডাক

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ১১:১১, ২০ জানুয়ারি ২০২৫

শেয়ার

বেলুচিস্তানে বড় বিক্ষোভের ডাক
বেলুচিস্তানের মানবাধিকারকর্মী সামি বেলুচ

বেলুচ গণহত্যা স্মরণে আগামী ২৫ জানুয়ারী বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এক ভিডিওবার্তায় ওই দিন জনগণকে একত্রিত হয়ে পাকিস্তান সরকারের অন্যায়-নীপিড়নের প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন বেলুচিস্তানের আলোচিত মানবাধিকারকর্মী সামি বেলুচ।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ (সাবেক টুইটার) প্রকাশ করা ভিডিও বার্তায় সামি বেলুচ বলেন, ২৫ জানুয়ারি বেলুচ গণহত্যা স্মরণ করার দিন, গণহত্যার শিকার হওয়া মানুষদের মনে করার দিন। যত সমস্যাই থাকুক, এ দিন আমাদের রাস্তায় নেমে এসব বর্বর ঘটনার প্রতিবাদ জানাতে হবে।’

বেলুচ জনগণের ওপর সরকার বছরের পর বছর ধরে কীভাবে নির্যাতন-নীপিড়ন করছে তা তুলে ধরেন এই নারী মানবাধিকারকর্মী। বেলুচ জনগণ কীভাবে শিক্ষা, চাকরি, সমতা, সৃযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সেসবও ভিডিওবার্তায় তুলে ধরেন সামি।

novelonlite28
umchltd