আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে জাফনা সাগরে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। এতে অন্তত পাঁচ জেলে গুরুতর আহত হয়েছেন। আহত পাঁচ জনসহ অন্তত ১৩ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দুর খবরে লঙ্কান নৌবাহিনীর হাতে ভারতীয় জেলেদের গ্রেপ্তারের এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, পক প্রণালীতে জাফনা সাগরে শ্রীলঙ্কার নৌবাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছেন ভারতীয় জেলেরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় জেলেদের নৌকায় নির্বিচারে গুলি চালিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলেছে, আহত জেলেরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট তাদের চিকিৎসার তত্ত্বাবধান করছে।
পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের অদূরে মঙ্গলবার ভোরের দিকে ভারতীয় জেলেদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন শ্রীলঙ্কার নৌ সেনারা। এই ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় ৪১ জেলেকে আটক করে। পরে তাদের ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ফেরত পাঠানো হয়। এই জেলেদের ৩৫ জনকে গত বছরের ৮ সেপ্টেম্বর কাচাথিভু দ্বীপের কাছাকাছি সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে মাছ ধরার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের পর জেলেদের মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন: