ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ 

পাকিস্তানে অনাথ তরুণীকে ধর্ষণ-হত্যা, চারজন রিমান্ডে

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০১:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ার

পাকিস্তানে অনাথ তরুণীকে ধর্ষণ-হত্যা, চারজন রিমান্ডে

পাকিস্তানে এক অনাথ তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুই নারীসহ চারজনকে চারদিনের রিমান্ডে রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার রাওয়ালপিন্ডির আদালত এ রায় দেয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুসারে, মা-বাবাহীন ২১ বছর বয়সী ওই তরুণীর দুলাভাই ও প্রতিবেশিরা গত কয়েক মাস ধরে তাকে যৌন নির্যাতন করে আসছিল। একপর্যায়ে সে গর্ভবতী হয়ে পড়লে চার সন্দেহভাজন তাদের অপরাধ লুকানোর তাকে বিষ খাইয়ে মেরে ফেলে। এরপর সেই লাশ কবর দেয়। তদন্তে নেমে মেয়েটিকে নির্যাতনে ব্যবহৃত লাঠি এবং মেরে ফেলার জন্য দেওয়া বিষাক্ত ওষুধ উদ্ধার করে পুলিশ। 

ওই ঘটনায় আটক নারীসহ চারজনকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। আদালত পুলিশ ও আইনজীবীদের বক্তব্য শুনে চার সন্দেহভাজনকে চারদিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

অন্যদিকে, ধর্ষক-হত্যাকারীদের শনাক্ত করতে এবং ফৌজদারি মামলার জন্য প্রমাণ তৈরি করতে পুলিশ গ্রেপ্তারকৃত সন্দেহভাজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। তদন্তের অংশ হিসেবে পুলিশ সন্দেহভাজনদের মোবাইল ফোনও জব্দ করেছে।

রাওয়ালপিন্ডি পুলিশের একজন মুখপাত্র জানান, প্রাথমিক তদন্ত, ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণ, নির্যাতন ও বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া গেছে। বাবা-মায়ের মৃত্যুর পর থেকে মেয়েটি তার বোনের শ্বশুরবাড়ির সাথে বসবাস করছিল। বোনের স্বামী এবং তার প্রতিবেশী তাকে নির্যাতন ও যৌন নির্যাতন করতো। আট মাসের গর্ভবতী হওয়ার পর তাকে নির্যাতন করে গর্ভপাত করতে বাধ্য করা হয়েছিল।

novelonlite28
umchltd