![ট্রাম্প প্রশাসনের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি পাকিস্তানের! ট্রাম্প প্রশাসনের সঙ্গে এখনও যোগাযোগ হয়নি পাকিস্তানের!](https://www.dhakaage.com/media/imgAll/2025February/fdb1bc06-4a22-11ed-ab1f-c6755d0fab71_1665584447468_1665854063336_1665854063336-2502081005.jpg)
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও পাকিস্তান এবং নতুন প্রশাসনের মধ্যে এখনও কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। স্বাভাবিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ থাকলেও, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়নি বলে মঙ্গলবার সরকারি সূত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে।
এই যোগাযোগের অভাব ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে আর অগ্রাধিকার দিচ্ছে না।
একসময় ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত এবং নিয়মিত যোগাযোগ থাকা দুই দেশের মধ্যকার সম্পর্ক গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। নতুন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানি নেতাদের সঙ্গে কথাও বলছেন না। প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেন তার চার বছরের কার্যকালে কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি, যা এই প্রবণতার সূচনা করে। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও বারবার এই অঞ্চলে সফর করলেও ইসলামাবাদ সফর করেননি।
রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ট্রাম্পকে শপথ গ্রহণের পর অভিনন্দন জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেহবাজ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করে ট্রাম্পকে একটি চিঠিও লিখেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অভিনন্দন জানান। তবে নতুন প্রশাসন এখনও পাকিস্তানি নেতাদের কোনো সৌজন্যতা প্রকাশের জবাব দেয়নি।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা পাকিস্তানের বিষয়ে এখনও স্পষ্ট কোনো বক্তব্য দেননি, যদিও মার্কিন প্রেসিডেন্টের কিছু সিদ্ধান্তের পাকিস্তানের ওপর প্রভাব পড়েছে। ট্রাম্পের বিদেশি সাহায্য স্থগিত রাখার নির্বাহী আদেশ দ্বারা পাকিস্তান প্রভাবিত হয়েছে। ইসরায়েল ও মিশর ব্যতীত, ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য কর্মসূচি স্থগিত করেছে। পাকিস্তান আশা করেছিল এই স্থগিতাদেশ অস্থায়ী এবং যুক্তরাষ্ট্র শীঘ্রই ইউএসএআইডি কর্মসূচি পুনরায় শুরু করবে।
আফগান উদ্বাস্তু পুনর্বাসন কর্মসূচি স্থগিত রাখার ট্রাম্পের আরেকটি সিদ্ধান্ত পাকিস্তানের ওপর প্রত্যক্ষ প্রভাব ফেলেছে। নতুন প্রশাসন বিশেষ অভিবাসন ভিসা কর্মসূচি এবং আফগান উদ্বাস্তু গ্রহণ কর্মসূচি ৯০ দিনের জন্য স্থগিত করেছে।
পাকিস্তান বর্তমানে প্রায় ২৫,০০০ আফগানকে আশ্রয় দিচ্ছে, যাদেরকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করা হতো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাইডেন প্রশাসনের সঙ্গে চুক্তির আওতায় ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে এই সকল আফগানকে স্থানান্তর করার কথা।
আরও পড়ুন: