![‘সম্মান রক্ষা’র নামে কলেজছাত্রীকে হত্যা ‘সম্মান রক্ষা’র নামে কলেজছাত্রীকে হত্যা](https://www.dhakaage.com/media/imgAll/2025February/1739419370-2502141929.jpg)
পরিবারের ‘সম্মান রক্ষা’র নামে কলেজ পড়ুয়া এক তরুণীকে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। পুলিশের দায়ের করা করা প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) অনুসারে, প্রথম বর্ষের ওই কলেজ ছাত্রীকে বিষ দিয়ে হত্যা করা হয়।
নিহত ছাত্রীর মায়ের বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন এর খবরে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি রাত ৮টায় বাড়ি থেকে নিখোঁজ হন ওই ছাত্রী। মেয়ের বাবা ও কাকা এরপর তাকে খুঁজতে থাকেন। অবশেষে খুঁজে পেয়ে তাকে রাত ১ টার দিকে বাড়ি ফিরিয়ে আনেন। ওই রাতেই ঘরের ভেতর মেয়েটির মৃতদেহ পাওয়া যায়।
পুলিশের এফআইআর অনুসারে, মেয়ের পরিবারের সন্দেহ ছিল যে কারো সাথে তার প্রেমের সম্পর্ক আছে এবং এ কারণেই সে বাড়ি ছেড়েছিল। পরিবারের সম্মান রক্ষার্থে আত্মীয়স্বজনরা তাকে বিষ খাইয়ে হত্যা করেছে।
একজন পুলিশ কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে মেয়েটির বাবা ও কাকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভুক্তভোগীর মা পুলিশকে জানান, চাচাতো ভাইয়ের সাথে মেয়েটির বাগদান হয়েছিল।
ভুক্তভোগীর মা আরও বলেন, মেয়েটির কাকা ও বাবা তাকে হত্যার পরিকল্পনা করেন। কাকা তাকে জোর করে বিষ মেশানো গম খাওয়ান। বাড়ির সবার উপস্থিতিতে তিনি ঘোষণা করেছিলেন, ‘আমাদের সম্মান রক্ষা করার জন্য তাকে হত্যা করা দরকার।
আরও পড়ুন: