ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ 

কালাত ও কেচে সন্ত্রাসী হামলায় ৪ নিরাপত্তাকর্মী নিহত, আহত  ৮

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ০১:১৬, ২০ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ার

কালাত ও কেচে সন্ত্রাসী হামলায় ৪ নিরাপত্তাকর্মী নিহত, আহত  ৮

বেলুচিস্তানের কালাত ও কেচ জেলায় আলাদা আলাদা সন্ত্রাসী হামলায় চারজন নিরাপত্তাকর্মী নিহত এবং আটজন আহত হয়েছেন। রবিবার ভোররাতে কালাতের টোগো ছপীর এলাকায় লেভিসের একটি চেকপোস্টে এবং শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে কেচ জেলায় ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) একটি চেকপোস্টে এই হামলার ঘটনা ঘটে। নুশকির একটি থানায়ও হ্যান্ড গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে।

কালাতে লেভিসের চেকপোস্টে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে একজন লেভিস সদস্য নিহত এবং দুজন আহত হন। নিহত লেভিস সদস্যের নাম আলী নওয়াজ ল্যাংগোভ। আহতরা হলেন গোলাম আলী এবং মোহাম্মদ আইয়ুব ল্যাংগোভ।

কেচ জেলায় এফসির চেকপোস্টে হামলায় তিনজন এফসি সদস্য নিহত এবং ছয়জন আহত হন। নিহতদের নাম নায়েক গুল সনাত, ল্যান্স নায়েক রানা জাকির এবং সিপাহী লক্ষ্মীর। দুই আহতের অবস্থা আশঙ্কাজনক।

নুশকির থানায় হ্যান্ড গ্রেনেড হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে থানার একটি দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার পর উভয় এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

novelonlite28
umchltd