ঢাকা সোমবার, ০৩ মার্চ ২০২৫ 

থাইল্যান্ডের উইঘুর শরণার্থীদের নির্বাসনে নিন্দা

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

শেয়ার

থাইল্যান্ডের উইঘুর শরণার্থীদের নির্বাসনে নিন্দা

থাইল্যান্ডের উইঘুর শরণার্থীদের নির্বাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ব উইঘুর কংগ্রেস। এ ঘটনায় আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

জানা গেছে, সম্প্রতি থাইল্যান্ড থেকে ৪০ জন উইঘুর শরণার্থীকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানো হয়। এতে প্রাণ হারানোর ভয়ে আছেন ফেরত যাওয়া উইঘুররা। কারণ তারা এখন চীনা সরকারের হাতে নিপীড়ন, নির্যাতন এবং মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের ঝুঁকির সম্মুখীন।

বিশ্ব উইঘুর কংগ্রেস জানায়, থাইল্যান্ডে আটক থাকা ৪০ জন ইউঘুরকে নিকটবর্তী বিমানবন্দরে নেওয়া হয় এবং চীনে ফেরত পাঠানো হয়। এমন অমানবিক ঘটনায় বিশ্ব মঞ্চে থাইল্যান্ডের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে। মানবাধিকারের এই লঙ্ঘনের জন্য থাইল্যান্ডকে অবশ্যই দায়ী করতে হবে। 

উইঘুরদের এই  প্রত্যাবর্তনকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে বিশ্ব উইঘুর কংগ্রেসের সভাপতি বলেন, উইঘুর ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। তাদের নিরাপত্তা না দিয়ে উল্টো বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যাদের নির্বাসিত করা হয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাদের ভয়াবহ পরিণতি হতে পারে। 

উইঘুর শরণার্থীরা পূর্ব তুর্কিস্তানে চীনের নিপীড়ন থেকে পালিয়ে আসা একটি দলের অংশ ছিল। ২০১৪ সাল থেকে থাইল্যান্ডে অন্যায়ভাবে আটক ছিল। বিশ্ব উইঘুর কংগ্রেসের তথ্য অনুসারে, থাই সরকার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) কে আশ্বাস দেওয়ার পরেও পূর্বে তাদের ১০৯ জন সহ-বন্দীকে জোরপূর্বক চীনে ফেরত পাঠানো হয়েছিল।

novelonlite28
umchltd