ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ 

বেলুচিস্তানে নিখোঁজ ৪ যুবক, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০, ৩১ মার্চ ২০২৪

শেয়ার

বেলুচিস্তানে নিখোঁজ ৪ যুবক, প্রতিবাদে বিক্ষোভ

পাকিস্তানের বেলুচিস্তান থেকে দুই ভাইসহ চারজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বেলুচিস্তানের তিন জেলা থেকে সোমবার তারা নিরুদ্দেশ হয় বলে সেখানকার অধিকার সংগঠন বেলুচ ন্যাশনাল মুভমেন্টের শাখা পিএএএনকে জানিয়েছে।

এক্সে এক পোস্টে পিএএএনকে লিখেছে, “বেলুচিস্তানে আইনশঙ্খলা বাহিনী চার যুবককে গুম করেছে। এই ঘটনাগুলো প্রতিদিন বাড়ছে। আমরা আওয়ারান, খুজদার, মাসতুং থেকে চারজনের নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তাদের মধ্যে দুই ভাইও রয়েছে।”

একই পোস্টে আরো বলা হয়, “এ ধরনের ঘৃণ্য গুমের ঘটনাগুলো পাকিস্তানি বাহিনীর সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন এবং ভুক্তভোগী ব্যক্তি ও স্বজনদের প্রতি জঘন্য অবিচার। এই ঘটনাগুলোর অবশ্যই কঠোর সমালোচনা জানানো উচিত। সেই সঙ্গে এসব ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের  জবাবদিহীতার আওতায় আনা উচিত। কর্তৃপক্ষের উচিত নিখোঁজের ঘটনাগুলো তদন্ত করে ভুক্তভোগীদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভয়েস ফর বেলুচ মিসিং পারসনস’ (ভিবিএমপি)নামে আরেকটি সংগঠন বলছে, নিখোঁজদের একজনের নাম আমির হামজা। তার পরিবার তার সন্ধানের দাবিতে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে।

novelonlite28
umchltd