জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রশাসনকে ঢেলে সাজানোর পাশাপাশি বিভিন্ন প্রস্তাব রেখেছে দলটি।
রোববার (১৫ ডিসেম্বর) বিএনপি গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কাছে এই প্রস্তাবানাপত্র জমা দেন।
এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে। ডিসি ফিট লিস্ট করার বিষয়টিও উলে।লখ করা হয়েছে।’
দীর্ঘদিন ধরে একই পদে, একই স্থানে থেকে সিন্ডিকেট করা কর্মচারীদের বদলির কথা বলা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।
আগের সরকারের সুবিধা নেয়া যেসব কর্মকর্তা ঘাপটি মেরে বসে রয়েছেন, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ইসমাইল জবিউল্লাহ।
আরও পড়ুন: