শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে ছাত্রলীগকর্মী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে মসজিদে আত্মগোপনে গিয়েও রক্ষা পেলেন না ছাত্রলীগ কর্মী শিপলু। দুপুর ২টায় বিএম কলেজ মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের মসজিদে গিয়ে তিনি আত্মগোপন করেন। ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা ওই মসজিদ ঘেরাও করে রাখেন। পরে বিএম কলেজ অধ্যক্ষ ও কোতোয়ালি থানা পুলিশ এসে ওই ছাত্রলীগকর্মীকে উদ্ধার করে।

তবে পুলিশের হাত থেকে ওই ছাত্রলীগ কর্মীকে ছিনিয়ে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ব্যাপক মারধর করেন। 
পরে পুলিশ ওই ছাত্রলীগকর্মীকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। আহত ছাত্রলীগকর্মীর নাম মো. শিপলু। তিনি বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন বিএম কলেজ শিক্ষার্থীরা। এ সময় ওই আন্দোলনের বিরুদ্ধে মিছিল করে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিষয়টি ছড়িয়ে পড়লে বিএম কলেজ জড়ো হতে থাকেন বরিশালের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এরপর তারা ছাত্রলীগকে ধাওয়া করলে উভয় গ্রুপের মধ্যে থাকা পাল্টানো শুরু হয়।

তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ধাওয়ায় ছাত্রলীগ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়। এখনো বিএম কলেজ, নথুল্লাবাদ বাস টার্মিনাল, হাতেম আলী কলেজ চৌমাথা অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।