‘মানবাধিকার রক্ষায় ভারত শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়েছে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৫ জুলাই ২০২৪ বৃহস্পতিবার

মানবাধিকার রক্ষা ও উন্নয়নে ভারত শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার রক্ষা কমিশনের (এনএইচআরসি) সেক্রেটারি জেনারেল ভারত লাল। নিউ ইয়র্কে বৈদেশিক সম্পর্ক কাউন্সিলে মানবাধিকার নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন তিনি।

ভারত লাল বলেন, ভারতীয় সমাজে প্রাচীনকাল থেকেই সহানুভূতি এবং সমানুভূতির গভীর মূল নীতি রয়েছে। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংস্কারের পাশাপাশি চলে আসছে।

এনএইচআরসি এক বিবৃতিতে জানিয়েছে, নিউ ইয়র্কে গোলটেবিল বৈঠকে ভারত লালের সঙ্গে ভারতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও সিএফআরের বিশিষ্ট ফেলো কেন জাস্টার উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষাবিদ, এনজিও, সুশীল সমাজ, ব্যবসায়ী ও শিল্পপতি, থিংক ট্যাংক এবং কূটনৈতিক ব্যক্তিরাও বৈঠকে ছিলেন।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্যাতিত মানুষদের আশ্রয় প্রদানের ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের প্রাধান্য এবং রাষ্ট্রীয় নীতির দৃষ্টিভঙ্গির উপর জোর দেন।

তিনি বলেন, ভারতে নাগরিক ও রাজনৈতিক অধিকার সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের পাশাপাশি হাই কোর্টেরও বিশাল এখতিয়ার রয়েছে। বিচারবিভাগ অত্যন্ত স্বাধীন, যা মৌলিক অধিকারের রক্ষা করছে। প্রতিটি ব্যক্তির জীবনমান এবং মর্যাদা উন্নয়নের সমন্বিত প্রচেষ্টা চলছে। ডিজিটাল শাসন, উন্নয়ন পরিকল্পন এবং আইন প্রণয়ন মানুষের জীবন পরিবর্তন করছে।

এনএইচআরসি মহাসচিব জেনারেল বলেন, ভারতীয় নীতি হল অন্যান্য দেশগুলোকেও তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে এবং জনসেবা সরবরাহ নিশ্চিত করার জন্য সক্ষমতা তৈরিতে সহায়তা করা।