Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
কোটা আন্দোলনে গ্রেফতার সেই ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

কোটা আন্দোলনে গ্রেফতার সেই ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ৩ আগস্ট ২০২৪ শনিবার

চলমান কোটা আন্দোলনে শেরপুরে গ্রেফতার হওয়া সেই দুই এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (৩ আগস্ট) দুপুরে শেরপুর জিআর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ ওই দুই পরীক্ষার্থীকে জামিনের আদেশ দেন।

ওই শিক্ষার্থীরা হলেন- ওমর ফারযক ও রাজন মিয়া। তাদের বাড়ি নালিতাবাড়ী উপজেলায়। এর আগে গত ২০ জুলাই তাদের গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কোর্ট পরিদর্শক (ওসি) খন্দকার শহীদুল ইসলাম।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুরাদুজ্জামান মুরাদ বলেন, ‘চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ প্রশাসন যে মারমুখী ভূমিকা নিয়েছে, তাতে নিরীহ অনেক ছাত্র-জনতা মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন। অনেকে আন্দোলনে না গিয়েও গ্রেফতার হয়েছেন। গ্রেফতারদের মধ্যে দুজন চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি বিজ্ঞআদালতের নজরে এনেছি। তাদের কাগজপত্র দেখিয়েছি। বিষয়টি বিবেচনায় এনে আদালত তাদের জামিন দিয়েছেন।’