ডা. আশীষের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত : ০৮:১৭ পিএম, ৩ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলার সব ইউনিয়নে আজ মঙ্গলবার থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন শুরু করেছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও সরাইল সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তী।
এই দুই উপজেলার অপেক্ষাকৃত দরিদ্র মানুষদের জন্য প্রতিটি ইউনিয়নে একদিন করে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হবে যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ ও জরুরী ওষুধ প্রদান করা হবে।
এই ধারাবাহিকতায় প্রথমে সরাইলের নয়টি ইউনিয়ন ও পরবর্তীতে আশুগঞ্জের আটটি ইউনিয়নসহ মোট ১৭টি ইউনিয়নে এই ক্যাম্পের আয়োজন করা হবে। আজ সরাইলের কালীকচ্ছ ইউনয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় যেখানে আড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন পাঁচজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী।
ডা. আশীষ শিক্ষা, স্বাস্থ্য ও জননিরাপত্তাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতেও এই এলাকার মানুষের জন্য কাজ করতে চান।