Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
টানা বৃষ্টির ফলে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

টানা বৃষ্টির ফলে রাজধানীতে জলাবদ্ধতা, ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার

রাজধানীতে বুধবার সন্ধ্যা থেকেই মুষলধারে নেমেছে বৃষ্টি। গতরাতেও বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টােবর) সকাল ৮টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বেড়েছে যানজট। এতে নগরবাসীর ভোগান্তি বেড়েছে।

যানজট আর জলজটে দুঃসহ সকাল। অফিসগামীদের চরম ভোগান্তি।

পথে পথে গাড়ি নষ্ট। লম্বা জ্যাম, পায়ে হেঁটে গন্তব্যে যেতেও নানা ভোগান্তি। ফুটপাতেও পানি। রাস্তায় পানি। হাঁটতেও পারছে না মানুষ।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে দেখা যায় রাজধানীর মালিবাগ, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, নিউ মার্কেট, মতিঝিলসহ বিভিন্ন এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। এতে সৃষ্টি হয়েছে যানজট। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।

এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টার মধ্যে রাজশাহী, ঢাকা, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরো জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দু-তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে।