Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
শেরপুরের বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তারা

শেরপুরের বন্যার্তদের পাশে ৩০তম বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তারা

মাসুদ হাসান বাদল,শেরপুর

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০২৪ শনিবার

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বন্যার্তের পাশে গিয়ে দাঁড়িয়েছে ৩০তম বিসিএস (প্রশাসন) ক্যাডাররা। শুক্রবার (১১ অক্টোবর) সকালে পাচঁ শতাধিক পরিবারের কাছে ত্রাণ সামগ্রীর প্যাকেট পৌছে দেন তারা।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল ৩ কেজি, ডাল ৫০০ গ্রাম, তেল ৫০০ মিলি, লবন ৫০০ গ্রাম, মরিচের প্যাক ৫০ গ্রাম, হলুদের প্যাক ৫০ গ্রাম, ওরস্যালাইন ৫ প্যাক, ১ কেজি আলু, দুটি মোম বাতি, একটা দেয়াশলাই, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, আধা কেজি চিনি, এক লিটার পানি, এক পাতা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

৩০তম বিসিএস প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহমুদ উল্লাহ মারুফ, সিনিয়র সহকারী সচিব মেহেদী হাসান, এটুআই প্রকল্পের সিনিয়র সহকারী সচিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব উল আহসান ও ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেল প্রমুখ।