লিটন ঢাকায়, তাসকিনকে নিলো রাজশাহী

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার

রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে চলছে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। ড্রাফটের শুরুতেই দল পেয়েছেন লিটন, তাসকিনসহ আরও অনেকে।

ক্যাটাগরি ‘এ’ থেকে তাসকিন আহমেদকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী। অন্যদিকে জাতীয় দলের নিয়মিত ওপেনার লিটন দাসকে দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস। ‘বি’ ক্যাটাগরি থেকে শামীম হোসেন পাটওয়ারীকে দলে নিয়েছে চিটাগাং কিংস। ক্যাটাগরি ‘এ’-তে থাকা জাতীয় দলের পেসার হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স।

‘সি’ ক্যাটাগরিতে থাকা তরুণ পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। একই ক্যাটাগরিতে থাকা রনি তালুকদারকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সদ্য অবসর নেয়া মাহমুদউল্লাহকে দলে ভিড়িয়েছে তামিম ইকবালের ফুরচুন বরিশাল।

এবারের ড্রাফটে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।