Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ঠাকুরগাঁও আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ

ঠাকুরগাঁও আদালতে সাবেক এমপি সুজনের ওপর ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৪ অক্টোবর ২০২৪ সোমবার

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন।

এদিকে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান  দিয়ে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দাবি করেন তার সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মাজহারুল ইসলাম সুজনকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান বলেন, সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করেছেন। আমরা তার জামিন চেয়ে আবেদন করেছিলাম, সেটিও মঞ্জুর করেননি আদালত।