Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
শিল্পীদের কাজ দলাদলি করা নয়: নুসরাত ফারিয়া

শিল্পীদের কাজ দলাদলি করা নয়: নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২০ অক্টোবর ২০২৪ রোববার

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে কটাক্ষের শিকার হন আওয়ামীপন্থী অনেক শিল্পী। সেই তালিকায় ছিলেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। সরকার পতনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি দেশে ফিরে এ বিষয়ে কথা বলেছেন ফারিয়া।

ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, ‘আমার ক্যারিয়ার ১২ বছরের। ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?’

দলাদলি করা শিল্পীদের কাজ নয় উল্লেখ করে ফারিয়া আরও বলেন, ‘আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনো কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না। এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া।’