খালাস পেলেন তারেক রহমানসহ বিএনপির ৫ নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ২০ অক্টোবর ২০২৪ রোববার | আপডেট: ০৭:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০২৪ রোববার
২০১৯ সালের একটি মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৫ শীর্ষ নেতা। লন্ডনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে মানহানি মামলা করা হয়।
রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ রায় দেন।
খালাস পাওয়া অন্য নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বদী হয়ে মামলাটি দায়ের করেন। দীর্ঘদিন ধরে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।
বিএনপির নেতাকর্মীদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।