Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, আগের চেয়ে কমেছে খরচ

২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা, আগের চেয়ে কমেছে খরচ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৪ বুধবার

২০২৫ সালের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুসারে আগামী বছর সর্বনিম্ন ৪ লাখ ৭৯ হাজার ২৪২ টাকায় করা যাবে। 

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম‌সচিব মু. আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। 

ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে এক লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার /৬৮০ টাকা।