আওয়ামী লীগ যা করেছে বিএনপিও তা করছে: ভিপি নুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানসহ যা যা করেছে এখন বিএনপিও ঠিক তাই করছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের (নুর) কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (অক্টোবর) পটুয়াখালীর দশমিনায় স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করে তিনি এ মন্তব্য করেন। উপজেলা সদরে জেলা পরিষদ ডাক বাংলোয় সকাল সাড়ে ১০ টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর চিঠির বিষয়ে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, সম্প্রতি পটুয়াখালী জেলায় গণ অধিকার পরিষদের কর্মসূচিতে আগত আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। বিএনপি আমাদের আন্দোলনের সহযোগী এবং তাদের সাথে আমাদের একটা বোঝাপড়া রয়েছে তাই হামলার বিষয়টি বিএনপির চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় বিএনপি সিনিয়র নেতাদের জানিয়েছি। হয়তো এজন্য বিএনপি ওই ধরনের চিঠি দিয়েছেন।
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, বিএনপি তাদের সহযোগীদের সাথে যদি এই আচরণ করেন তবে অন্যদের সাথে তারা কেমন আচরণ করবেন? আ স ম আব্দুর রব, মাহামুদুর রহমান মান্না ভাইয়ের নির্বাচনী এলাকায়ও একই ধরনের ঘটনা ঘটেছে। আমরা মনে করি এই চিঠির মাধ্যমে তাদের অসহিংস ও প্রতিপক্ষকে দমনে যে মনোভাব ছিল সেখান থেকে তারা সরে এসেছে।
ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে যুবলীগ ও ছাত্রলীগ সরাসরি হামলা চালিয়েছে গুলি করে মানুষ হত্যা করেছে এবং বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচন করে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল তাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের রাজনীতি থাকা উচিৎ না।
এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন।