পাকিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ, নিহত ৭

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৪:২৩ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার

পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় শুক্রবার (১ নভেম্বর) পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। দেশটির পুলিশ জিও নিউজকে এই তথ্য নিশ্চিত করেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন স্কুল শিক্ষার্থী, একজন পুলিশ এবং আরেকজন পথচারী। মাস্তুংয়ের সিভিল হাসপাতাল চৌকের এক গার্লস স্কুলের কাছে এই হামলা হয়েছে। 

জেলা সদর হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট নিসার আহমদ বালোচ বলেছেন, প্রাথমিকভাবে পাঁচজনের নিহতের তথ্য রিপোর্ট করা হয়। তবে পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যায়। 

তিনি আরও বলেছেন, আহত ৩০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মিয়াদাদ উমরানি জানান, রিমোট-কন্ট্রোল বিস্ফোরক ডিভাইস একটি মোটরসাইকেলে লাগানো ছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটানো হয়। 

নিহত স্কুল শিক্ষার্থীদের মধ্যে মেয়ে এবং ছেলে উভয়ই আছে। তাদের বয়স ১০ থেকে ১৩ বছরের মধ্যে। হামলায় আরও চারজন পুলিশও আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

এর আগে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হামলায় পুলিশের গাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া হামলায় আরও বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

পাকিস্তানে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। তবে সর্বশেষ এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।