Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা

‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা’

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২ নভেম্বর ২০২৪ শনিবার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় পার্টি ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট করেছেন।

শুক্রবার (১ নভেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা। নোট: কেয়ামতের সময়ের তওবা কবুল হয় না।’

এদিকে একই ধরনের পোস্ট দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টির প্রতিও অভিযোগ তুলে শিক্ষার্থীরা। দলটির নীতিনির্ধারণ এবং ভোটবিহীন সরকার ব্যবস্থা চালু রাখতে জাতীয় পার্টি সব সময় আওয়ামী লীগকে সহায়তা করেছে বলে অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্ররা।