২৪ বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ ভারত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত : ০২:৪০ পিএম, ৩ নভেম্বর ২০২৪ রোববার

কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ভারত। কিন্তু পরের সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো রোহিত-কোহলিদের। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়েছে আকাশী-নীলরা। তৃতীয় ম্যাচে ভারতকে ২৫ রানের ব্যবধানে হারিয়েছে কিউইরা।

মুম্বাই টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৫ রান করেছিল নিউজিল্যান্ড। এরপর নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রান করে ভারত। এতে ২৮ রানের লিড পায় তারা। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ১৭৪ রানে অলআউট হলে ১৪৭ রানের সহজ লক্ষ্য পায় স্বাগতিকরা।

জবাব দিতে নেমে ১২১ রানেই গুঁটিয়ে যায় ভারত। এতে ২৫ রানের জয় পায় নিউজিল্যান্ড। এতে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। এতে ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।

২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল ভারত। এবার ভারতকে আরও একবার সেই তিক্ততার স্বাদ দিয়েছে নিউজিল্যান্ড।

আর এই জয়ের অন্যতম নায়ক কিউই স্পিনার আজিজ প্যাটেল। বল হাতে একাই ৬ উইকেট শিকার করেছেন তিনি। ২৯ রানে ৫ উইকেট হারানোর পর ভারতীয় শিবিরে হাল ধরেছিলেন ঋষভ পান্থ। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের দিকেও নিয়ে গিয়েছিলেন। কিন্তু ৫৭ বলে ৬৪ রান করে আউট নিজের ফাইফার পূরণ এবং দলকে খেলায় ফেরান আজিজ।

শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। স্বাগতিকরা ১২১ রানে অলআউট হলে ২৫ রানের জয় পায় সফরকারীরা। এদিন তিন উইকেট শিকার করেছেন আরেক স্পিনার গ্লেন ফিলিপস। আরও এক উইকেট ম্যাট হেনরি।

এ ছাড়াও এই সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিয়ে ভারতের মাটিতে ৩৫ বছরের টেস্টে জয়ের খরা কাটিয়েছিল নিউজিল্যান্ড। এরপর পুনেতে ভারতকে হারিয়ে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করেছিল সফরকারীরা।