শ্রমিকদের অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০২:১১ পিএম, ৯ নভেম্বর ২০২৪ শনিবার

গাজীপুরে ৩ মাসের বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে রাস্তার উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি  হয়। এসময় দুরদুরান্তের লোকজন পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। 

আজ শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে টি এন জেট গ্রুপ লিঃ গার্মেন্টসে শ্রমিকরা কলম্বিয়া মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ অবরোধ করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসন থানা পুলিশ। শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে তারা। তবে শ্রমিকরা বেতন-বোনাসের দাবি থেকে সরে না এসে অবরোধ চালু রাখে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গত তিন মাসের বেতন ও বোনাসের দাবিতে তারা এ বিক্ষোভ করছেন। ঘরে খাবার নেই, ঘর ভাড়া দিতে পারছেন না বলেও দাবি তাদের। এসময় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারিও দেন তারা।