গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই নিহত ১১১ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১২:০৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার | আপডেট: ১২:১৬ পিএম, ১৮ নভেম্বর ২০২৪ সোমবার

ফিলিস্তিনের গাজায় এখনো নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি হামলায় রবিবার রাত পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গণহত্যার অভিযোগের তদন্তের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। খবর বিবিসি ও আল জাজিরার।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ১১১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সর্বশেষ সোমবার ভোরে তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’ দক্ষিণ আল-মাওয়াসিতে হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে ৪৩ হাজার ৮৫০ জন। এই সময়ে আহত হয়েছেন আরও ১ লাখ ৩ হাজার ৭৪০ জনের বেশি ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

এছাড়াও আর ১০ হাজারের বেশি মানুষ বিধ্বস্ত বাড়িঘরের ধ্বংসস্তুপে চাপা পড়ে রয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ইসরায়েলি বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজা উপত্যকা। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে উদ্বাস্তুতে পরিণত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। খাদ্য-পানির অভাবে অঞ্চলটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও কলেরা।

এদিকে গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

শনিবার বৈরুতে একটি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন কর্মর্তা মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল। আগের দিন একটি সিভিল ডিফেন্স কার্যালয়ে হামলা চালিয়ে ১২ প্যারামেডিক কর্মীকে হত্যা করা হয়।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৪৮১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ১৪ হাজার ৭৮৬ জনের বেশি।