৫ আগস্টের বিল্পব ইসলামি বিল্পবের পূর্বাভাস: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার | আপডেট: ১২:২১ পিএম, ২০ নভেম্বর ২০২৪ বুধবার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ৫ আগস্টের বিল্পব ইসলামি বিল্পবের পূর্বাভাস। মঙ্গলবার রাতে মাদারীপুরের শিবচরের বন্দরখোলা এলাকায় জামিয়া আশরাফুল মাদারেস মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, এই দেশে আল্লাহর বিধানের বিরুদ্ধে যা কিছু আছে সব বাতিল করতে হবে। এখন সব কিছুতে সংস্কার চলতেছে। আমরা আগে বেশি কিছু বলি নাই। কিন্তু ৫ আগস্টের বিপ্লব বাংলাদেশের মানুষের হিম্মত বৃদ্ধি করে দিয়েছে। এ বিপ্লব ছিল আল্লাহর জমিন থেকে সকল মূর্তির আখরাকে উচ্ছেদ করার বিপ্লব। এ বিপ্লব ছিল তৌহিদ বিরোধী যত শিরকের আস্তানা আছে তা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার বিপ্লব। আর এ বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। প্রতিদিন সকালে সূর্য উদয় হয়। সূর্য উদয়ের আগে সুবেহ সাদেক হয়।

তিনি আরও বলেন, সুবেহ সাদেক মানে পূর্ব আকাশ আলোকিত হয়ে যায়। এই আলোকিত হওয়া হলো সূর্য উদয়ের ম্যাসেজ। ৫ আগস্টের বিপ্লব যদিও চূড়ান্ত ইসলামের বিপ্লব নয়, তবে এ বিপ্লব হলো একটি পূর্ববর্তী আভাস। এভাবে বাংলার তরুণ জনতা, বাংলার ছাত্র জনতা, স্কুল, কলেজ ভার্সিটি, মাদরাসার সকল ছাত্র জনতা আগামী প্রজন্মের মুসলমানদের সন্তানেরা আল্লাহর জমিনে মানব রচিত আইন দেখতে চায় না। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য চূড়ান্ত বিপ্লবের জন্য প্রস্তুত।