Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ২ ডিসেম্বর ২০২৪ সোমবার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ২৫২ রানের রেকর্ড গড়ে আইরিশদের ৯৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ১৯৩ রান করেও ৫ উইকেটে হেরে যায় সফরকারীরা। সোমবার ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। টার্গেঠ তাড়ায় ৭৫ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে আয়ারল্যান্ড এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ৫০ ওভার ব্যাটিং করে ১৮৫ রানে থামে তারা। দলটির হয়ে ওপেনার ও অধিনায়ক গ্যাবি লেইস ৫২ রানের ইনিংস খেলেন। নয়টি চার মারেন তিনি। এছাড়া তিনে নামা অ্যামি হান্টার ২৩ ও চারে নেমে অর্লা প্রিন্ডারগাস্ট ২৭ রান যোগ করেন। লোয়ারে আর্লিনি কেলি ১৮ ও আলানা ডালজেল ১৯ রানের ইনিংস খেলেন।

জবাবে বাংলাদেশ নারী দল ২৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। ওপোনার ফারজানা হক ৬১ রানের ইনিংস খেলেন। তিনে নেমে শারমিন আক্তার ৭২ রান যোগ করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৮ রানের ইনিংস খেলেন। এর আগে বাংলাদেশ দলের হয়ে ফাহিমা খাতুন ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও নাহিদা আক্তার।