Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
আবার বিয়ে করলেন তানজিকা

আবার বিয়ে করলেন তানজিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪১ এএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার

অভিনেত্রী তানজিকা আমিন। তার পর্দায় হাতেখড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ।

এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়। সম্প্রতি আলোচিত ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটে এ অভিনেত্রী।

তানজিকা আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যায় বিয়ের সাজে। মায়ের যত্ন করে রেখে দেওয়া শাড়ি পরে বিয়ে করলেন এ অভিনেত্রী। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

তিনি জানান, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। হুট করে বিয়ের কাজ সেরে ফেলেছেন তবে এ মাসের মধ্যেই বিবাহ পরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে তানজিকার। 

আমাদের শুধু আকদ হয়েছে উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘জুমার আগে একেবারে পারিবারিকভাবে আমাদের শুধু আকদ হয়েছে, আত্মীয়স্বজনেরা ছিলেন। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’

প্রসঙ্গত, এটি তানজিকার দ্বিতীয় বিয়ে। বর সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়া প্রবাসী, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন। এ অভিনেত্রী এক যুগ আগে স্থপতি এনামুল করিম নির্ঝরকে বিয়ে করেছিলেন। তাদের সেই দাম্পত্য সম্পর্ক কয়েক বছর টিকেছিল।