গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১১:২২ এএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার

টুর্নামেন্টটিতে খেলারই কথা ছিল না। ফরচুন বরিশাল মুখ ঘুরিয়ে নেওয়ায় সুযোগ আসে রংপুর রাইডার্সের। গ্লোবাল সুপার লিগের শুরুতে টানা হারে শঙ্কাও জাগে। সেই শঙ্কা উড়িয়ে প্রথম আসরেই বাজিমাত করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজিটি। শনিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে শিরোপা উদযাপনে মেতেছে রাইডার্স বাহিনী।

ক্যারিবিয়ান মুলুকে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এদিন ৩ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর। কুড়ি কুড়ির আসরে লক্ষ্য তাড়ায় খেই হারিয়ে বসে ভিক্টোরিয়া। ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা দল। দারুণ ব্যাটিংয়ের পর দুর্দান্ত বোলিংয়ে নুরুল হাসান সোহানের দলের আসে ৫৬ রানের জয়।

রংপুরের শিরোপা জয়ে টুর্নামেন্টজুড়ে দারুণ অবদান ছিল সৌম্যের। ফাইনালে তিনি জ্বলে ওঠেন আরেকবার। ৫৪ বলে খেলেন ৮৬ রানের ইনিংস। ৫ ম্যাচে ৪৭ গড় এবং ১৪২.৪২ স্ট্রাইকরেট নিয়ে সৌম্য টুর্নামেন্ট সর্বোচ্চ ১৮৮ রান করেছেন। এদিনও ছিলেন আক্রমণাত্মক। পাওয়ার প্লেতে ৪০ রান তোলা দল পরে রানতোলার গতি বাড়ায়। 

রাইডার্সদের দুই ওপেনার সৌম্য ও স্টিভেন টেলরের উদ্বোধনী জুটিতে আসে ১২৪ রান। ৪৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৬৮ রান করে ফেরেন টেলর। এরপর সাইফ হাসান (৬) ও ওয়েন ম্যাডসেন (১০) দ্রুত বিদায় নিলে বড় পুঁজি গড়া নিয়ে শঙ্কায় পড়ে রংপুর।

সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে সেই শঙ্কা ছাপিয়ে ১৭৮ রানের বড় সংগ্রহ এনে দেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে এটাই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৭টি চার ৫ ছক্কায় বাংলাদেশি ওপেনার সাজান তার ইনিংস।

বড় রানের লক্ষ্যে শুরু থেকেই খেই হারান ভিক্টোরিয়ার ব্যাটাররা। হারমিত সিং নেন তিনটি উইকেট৷ রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন রিশাদ হোসেন, সাইফ হাসান ও মাহেদি হাসান। ১৮ ওভার ১ বলে ১২২ রান করে অলআউট হয় ভিক্টোরিয়া। রানারআপ দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার জো ক্লার্ক। বাকিদের আসা যাওয়ার দিনে শিরোপাও খোয়ায় ভিক্টোরিয়া।