চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন : যোগ দিয়েছে নৌবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার
চট্টগ্রামের ইপিজেডে একটি ছয়তলা ভবনের চতুর্থতলায় কার্টনের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌবাহিনীর দুটি ইউনিট।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইপিজেড বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৮টা ১৫ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
চট্টগ্রাম নৌবাহিনীর একজন কর্মকর্তা ঢাকা এজকে জানান, ‘তাদের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন ঢাকা এজকে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, ‘কী কারণে আগুনের সূত্রপাত, তা পরে জানানো হবে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে আশা করি আগুন আর বাড়বে না। ’