আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১১:১৫ এএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রোববার বলেছে, তারা সিরিয়ায় ৭৫টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। আইএস নেতা ও তাদের ক্যাম্প, অভিযান কেন্দ্রগুলোতে এসব হামলা হয়েছে। আসাদের পতনের পর তারা যেন সুবিধা নিতে পারে তাই এসব হামলা।
সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আমরা আইএস'কে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দিবো না। সেইসঙ্গে সিরিয়ায় সকল গোষ্ঠীর জানা উচিৎ যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
সিরিয়ায় চালানো হামলায় বেসামরিক লোকদের হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে সেন্টকম। তবে সিরিয়ার কোন কোন প্রদেশ বা জেলায় এসব হামলা চালানো হয়েছে- তানিয়ে কিছু জানায়নি সেন্টকম।
সেন্টকমের পক্ষ থেকে বলা হয়েছে, আইএসের সক্ষমতা কমাতে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্র এবং পার্টনারদের নিয়ে সিরিয়ায় অভিযান অব্যাহত রাখবে।
এদিকে হোয়াইট হাউস থেকে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বছরের পর বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া। কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেইসময়ের চেয়ে এখন তারা অনেক দুর্বল হয়ে পড়েছে।