রাশিয়ায় পরিবারসহ আশ্রয় পেলেন বাশার আল আসাদ
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ১১:২৪ এএম, ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এবং তার পরিবার রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন। রোববার (৮ ডিসেম্বর) রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে
ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে তাস বলেছে, রোববার আসাদ এবং তার পরিবারের সদস্যরা মস্কোয় পৌঁছেছেন। তারা রাশিয়ার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। মানবিক দিক বিবেচনা করে রাশিয়া তা মঞ্জুর করেছে।
সূত্রটি সংবাদ সংস্থাটিকে বলেছে, রাশিয়া সবসময় সিরিয়া সঙ্কটের একটি রাজনৈতিক সমাধানের পক্ষে কথা বলেছে। আমরা জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা আবার শুরু করার বিষয়ে জোর দিয়েছিলাম।
সূত্রটি জানিয়েছে, সিরিয়ার ভূখণ্ডে রুশ সামরিক ঘাঁটি এবং কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ান কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর আগে বিদ্রোহী নেতারা এগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন।
২০১১ সালের মার্চে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের শুরুতে বিদ্রোহীদের কাছে বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ হারায় সরকারী বাহিনী। এরপর রাশিয়া এবং ইরানের সহায়তায় ওই এলাকাগুলো পুনর্দখল করতে সক্ষম হন বাশার আল আসাদ। ইদলিব এবং আরও কয়েকটি এলাকা ছাড়া সিরিয়ার বেশিরভাগ অঞ্চল তার নিয়ন্ত্রণে ছিল।
তবে চলতি বছরের ২৭ নভেম্বর সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশের পশ্চিমে গ্রামীণ এলাকায় সরকারী বাহিনী এবং সরকারবিরোধী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে ১০ দিনের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে সরকারী বাহিনী পিছু হটতে শুরু করে। ফলে বিদ্রোহীরা একের পর এক প্রধান শহরগুলো দখল করতে থাকে। অবশেষে রোববার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় তারা। এর ফলে ১৩ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর আসাদ সরকারের পতন ঘটে।
সূত্র: আনাদোলু এজেন্সি