গণমাধ্যমের স্বাধীনতায় ১ ইঞ্চিও হস্তক্ষেপ করবেও না সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০২:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
গত ৪ মাসে গণমাধ্যমের স্বাধীনতায় এক ইঞ্চিও হস্তক্ষেপ করেনি এবং করবেও না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে ফ্রিডম অব প্রেস, স্পিচ, অ্যাসোসিয়েশন যেন নিশ্চিত করা হয়। কারও স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকাবো না। এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে হয়নি। কেউ বলতে পারবে না কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে মাথা ঘামিয়েছি। অনেকে বলছেন আমাদের সময়ে মামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখেন আমরা কেউ এর মধ্যে আছে কি না।
যারা বেতন দিতে পারবেন না, তাদের গণমাধ্যম না চালানোর আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, ‘অনেক বছর ধরে ওয়েজ বোর্ড গঠন হচ্ছে না। সাংবাদিকদের যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দিন।
শফিকুল আলম বলেন, ‘জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছি। আমরা ট্রমার মধ্যে ছিলাম। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছা তাই করেছে। অনেকে তাদের দালাল হিসেবে কাজ করেছে। সাংবাদিকতা করতে গিয়ে দালালি করেছেন।’
এসময় তিনি জুলাই বিপ্লবে আহত সাংবাদিকরা তাদের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে আন্দোলনে সাংবাদিকদের সাহসী ভুমিকা পালন করায় বিশেষ সম্মাননা দেয় মাস্তুল ফাউন্ডেশন।