নড়াইলে জেলা জামায়াতের কার্যালয় উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৩১ এএম, ১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে শহরের আলাদাতপুর জামে মসজিদের পশ্চিম পাশে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্টিত হয়।
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, ফরিদপুর জেলা জামায়াতের আমির বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল ইসলাম প্রমুখ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, জামায়াতের কেন্দ্রীয় কালচারাল সদস্য হামিদুর রহমান, জেলা এনপিপির সভাপতি শরীফ মুনির হোসেন, আয়ুব আনসারী, সাংবাদিক এম মুনির চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাফায়েতুল হক তমাল প্রমুখ।
আলোচনা সভা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় জেলা, উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।