পাকিস্তানে চেকপোস্টে হামলা : দুই পুলিশ নিহত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ১২:২৫ এএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

পাকিস্তানে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার ভোররাতে খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার এক চেকপোস্টে সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি দৈনিক ‘ডন’। 

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ২০২২ সালে সালে সরকারের সাথে একটি দুর্বল যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে। মূলত এর পর থেকেই দেশটির নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর ওপর বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে ১৫৬৬টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়াতেই ঘটেছে ৯৭৮টি। এসব ঘটনায় মোট ৯২৪ জন মারা যায়, যার মধ্যে কেবল খাইবার পাখতুনখোয়ায় মারা যায় ৫৮৩ জন।  

শাংলা জেলা পুলিশ অফিসার (ডিপিও)-এর মুখপাত্র উমর রেহমান ডন ডটকমকে জানিয়েছেন, আলপুরির সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ হাসান এবং হেড কনস্টেবল নিসার আহমেদ মঙ্গলবারের সন্ত্রাসী হামলায় মারা গেছেন। আহত হয়েছেন তিন কনস্টেবল।