পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের পাহারা দেওয়া পুলিশকে হত্যা

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০১:০০ এএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

পাকিস্তানে পোলিও টিকাদানকারীদের পাহারা দেওয়ার সময় এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির খাইবার পাখতুনখোয়া রাজ্যের পেশোয়ার শহরে জঙ্গীরা এ হামলা চালায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সাম্প্রতিক সময়ে পুলিশ রোগী শনাক্ত হওয়ার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশব্যাপী প্রচারণা চালাচ্ছেন পাকিস্তানের স্বাস্থ্যকর্মীরা। প্রচারনা শুরুর পরের দিনই পুলিশের ওপর জঙ্গী হামলার এ ঘটনা ঘটল। 

নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, আক্রমণের ফলে ঘটনাস্থলেই এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। এ ছাড়া একজন পোলিও টিকাদান কর্মী গুরুতর আহত হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীরা যখন হামলা চালায়, তখন ওই পুলিশ কর্মকর্তা দুটি ভ্যাকসিনেটর নিয়ে যাচ্ছিলেন। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ হামলার দায় স্বীকার করেনি, যেটি দীর্ঘদিন ধরে পাকিস্তানি তালেবানসহ জঙ্গি কার্যকলাপের আস্তানা।