Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত : ১১:৩৭ এএম, ২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার

সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। এদিকে ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই। ঘরের মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না। শেষ ম্যাচে ৮০ রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ অপরাজিত ৭২ রান করেন জাকের আলি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে পর বল হাতে দারুণ ছন্দে ছিল টাইগাররা। ৪ ওভারে ২১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। আর তাসকিন ও শেখ মাহেদী নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া তানজিম সাকিব ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে।

১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বলে দলীয় শূন্য রানে ব্রান্ডন কিংকে হারায় ক্যারিবীয়রা। এরপর বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধের পর আবার খেলা শুরু হলে পরের ওভারেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন শেখ মাহেদী।

এরপর জনসন চার্লস ও নিকোলাস পুরান প্রতিরোধ গড়ে তুললেও দলীয় ৪৫ রানে পুরানের উইকেট তুলে নেন মেহেদী। পরের ওভারেই হাসান মাহমুদের বলে শেখ মাহেদীর হাতে ক্যাচ দিয়ে রোস্টন চেজ ও রান আউট হয়ে সাজঘরে ফেরেন চার্লস।

এতে ৭ ওভার শেষে দলীয় ৫০ রানেই আগেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দশম ওভারে দলীয় ৬০ রানে রোভম্যান পাওয়েলের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। দলীয় ৯৫ ও ৯৭ রানে গুড়াকেশ মোতি, আলজারি জোসেফ বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যান রোমারিও শেফার্ড।

তবে ১৫.৪ ওভারে তানজিম সাকিবের বলে শেফার্ড বিদায় নিলে জয়ের অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। পরের ওভারে ওবেদ ম্যাকয়ের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন আরেক পেসার তাসকিন আহমেদ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে জাকের আলীর ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বাংলাদেশ। জাকের আলী ৪১ বলে অপরাজিত ৪২ ও পারভেজ হোসেন ইমন ২১ বলে ৩৯ ও মেহেদী হাসান মিরাজ করেন ২৩ বলে ২৯ রান।

ম্যাচসেরা হয়েছেন জাকের আলী ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছে শেখ মেহেদী হাসান।