গিলগিট বালতিস্তানে তীব্র বায়ু দূষণ, মারা স্বাস্থ্য ঝুঁকি
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ০৯:৩৬ এএম, ২২ ডিসেম্বর ২০২৪ রোববার
পাকিস্তান-অধিকৃত গিলগিট বালতিস্তানে বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শীতের মৌসুমে বিদ্যুতের মারাত্মক বিপর্যয়, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি এবং বিদ্যুতের ঘাটতির কারণে স্থানীয়রা তাদের ঘর গরম করার জন্য কাঠ, টায়ার এবং প্লাস্টিক পোড়াতে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘এএনআই’ জানিয়েছে, গিলগিট বালতিস্তানের বাসিন্দারা প্রচণ্ড বিদ্যুত ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন প্রতিদিন মাত্র ২-৩ ঘন্টা বিদ্যুৎ পায় তারা। এলপিজি গ্যাস সংযোগের উচ্চ মূল্যের কারণে অনেকে উষ্ণতা পেতে ক্ষতিকারক উপকরণ পোড়াতে বাধ্য হচ্ছে।
এই উপকরণগুলো পোড়ানোর ফলে কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কণা, উদ্বায়ী জৈব যৌগ এবং সীসা ও পারদের মতো ভারী ধাতুসহ বিষাক্ত দূষণকারী পদার্থ তৈরি হয়। এই বিপজ্জনক রাসায়নিকগুলো কেবল শ্বাসযন্ত্র এবং হৃদরোগের সমস্যাই সৃষ্টি করে না, বরং ক্যান্সার, স্নায়ুবিক ক্ষতি এবং জন্মগত ত্রুটির ঝুঁকিও বাড়ায়।
স্থানীয় স্কার্দু টিভির খবর, দূষিত বায়ুর ফলে গিলগিট বালতিস্তানের বাসিন্দারা শ্বাসকষ্টের সম্মুখীন হচ্ছেন।