পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, হোয়াটসঅ্যাপ সার্ভার স্থানান্তরিত

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার

পাকিস্তানে ইন্টারনেট পরিষেবার অবনতির কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ ব্যবহারকারীদের ওপর। সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের সেশন সার্ভার রাউটিং বিদেশে স্থানান্তর করেছে, ফলে দেশটিতে ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) হোয়াটসঅ্যাপের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (সিডিএন) দেশের বাইরে স্থানান্তরকে এই সমস্যার জন্য দায়ী করেছে।

পিটিএ’র দাবি, দেশের ইন্টারনেট পরিষেবা উন্নত হয়েছে। ফিক্সড লাইনের র‍্যাঙ্কিং দুই ধাপ এগিয়ে ১৩৯তম এবং মোবাইল ইন্টারনেটের গতি তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে। কিন্তু বাস্তবে ব্যবসায়ী ও সাধারণ ব্যবহারকারীরা এখনও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এদিকে, পাকিস্তানে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর লক্ষ্যে সরকার ও স্টারলিংকের মধ্যে আলোচনা চলছে। লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পিটিএ প্রযুক্তিগত দিকগুলো পর্যালোচনা করছে এবং জাতীয় মহাকাশ সংস্থা জাতীয় মহাকাশ নীতিমালা অনুযায়ী স্টারলিংকের প্রস্তাবটি যাচাই-বাছাই করছে। মহাকাশ সংস্থার অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থা চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।