বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনে বিডব্লিউএফের উদ্বেগ

ঢাকা এজ ডেস্ক

প্রকাশিত : ১১:০৭ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫ শুক্রবার

বেলুচিস্তানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বেলুচ উইম্যান ফোরাম (বিডব্লিউএফ)। স্থানীয় মানুষদের ওপর এই নীপিড়ন তুলে ধরে বিবৃতি দিয়ে সংগঠনটি।

বেলুচিস্তান পোস্টের খবর বলা হয়, জনসাধারণের ওপর নীপিড়নকে পাশ কাটিয়ে চলার জন্য সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছে বিডব্লিউএফ। বহুবার বিষয়টি নিয়ে সতর্ক করার পরও স্থানীয় মানুষদের ভোগান্তি বেড়েই চলেছে। 

গত ৪ জানুয়ারির একটি ঘটনা বিশেষভাবে তোলে ধরা হয় বেলুচিস্তান পোস্টের প্রতিবেদনে। ওই দিন রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদ করার সময় এক তরুণকে ট্রাকচাপা দিয়ে মেরে ফেলা হয়। বেলুচিস্তানে গুম-খুনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল ওই তরুণ। ট্রাকের ধাক্কায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।’

বিডব্লিউএফ-এর মুখপাত্র ওই তরুণের ঘটনা তুলে ধরে প্রশ্ন তোলেন, এ মৃত্যুর জন্য দায়ী কে? বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের শিকার আফজাল মানজুর ও জাকারিয়া বালুচের ঘটনাও তুলে ধরেছে বিডব্লিউএফ। 

২০২৪ সালের ডিসেম্বরে আফজালকে জোরপূর্বক তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহে আঘাতের চিহ্ন ছিল। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে দাবি করে, বিস্ফোরণে মারা গেছে আফজাল। 

জাকারিয়াকেও তুলে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে বলা হয়, অজ্ঞাতপরিচয় আক্রমণকারীরো তাকে মেরে ফেলেছে।