ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভারতীয় পণ্যের জয়জয়কার
ঢাকা এজ ডেস্ক
প্রকাশিত : ১০:৪৪ এএম, ২০ জানুয়ারি ২০২৫ সোমবার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) এবার ভারতীয় পণ্যের দাপট লক্ষ্যণীয়। গত আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের কোনো প্রভাব মেলায় পড়েনি বলেই মনে হচ্ছে।
এ বছর মাত্র সাতটি দেশের ১১টি কোম্পানি মেলায় অংশগ্রহণ করছে, যা গত দুই বছরের তুলনায় অনেক কম। ২০২৩ সালে ১২টি দেশের ১৭টি কোম্পানি এবং ২০২৪ সালে ১৬ থেকে ১৮টি বিদেশি প্যাভিলিয়ন মেলায় অংশ নিয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এ বছর ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং মালয়েশিয়া মেলায় অংশগ্রহণ করছে। তবে ১১টিরও বেশি স্টলে বিদেশি পণ্য বিক্রি হচ্ছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে সাতটি দেশের ১১টি কোম্পানি পেয়েছি। মনে হচ্ছে কিছু স্টল মালিক অন্যদের বিদেশি পণ্য বিক্রির অনুমতি দিয়েছেন।’
প্রায় ৫০টি স্টলে ভারতীয় পণ্য বিক্রি হচ্ছে, যার মধ্যে প্রায় ৩০টি প্রধান প্যাভিলিয়নে। কাশ্মীরি শাল, জুতা, প্রসাধনী, পোশাক এবং হস্তশিল্প সামগ্রী এসব স্টলে পাওয়া যাচ্ছে। প্রায় ২০টি স্টল মেলার প্রধান ভবন ‘হল-বি’ তে অবস্থিত।
মেলার একজন দর্শনার্থী হাবিবুর রহমান বলেন, ‘আমি কখনো হল-বিতে এত ভারতীয় পণ্যের স্টল দেখিনি। মনে হচ্ছে এই অংশটি একটি ভারতীয় পণ্যের মেলা। আমাদের স্থানীয় উদ্যোক্তাদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত।’
পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের স্টলগুলো ‘হল-এ’ এবং ‘হল-বি’ তে বিভক্ত। ভারতীয় স্টলগুলিতে কাশ্মীরি শাল, ওয়ান-পিস এবং থ্রি-পিস পোশাক, মাফলার, কার্পেট ইত্যাদি বিক্রি হচ্ছে।
হল-এ তে এক বিক্রয়কর্মী শেখ মোহাম্মদ হিরো বলেন, ‘আমরা জম্মু ও কাশ্মীর থেকে সরাসরি পণ্য আনি। কাশ্মীরি শালের দাম ১,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। তবে বিক্রি তেমন ভালো হচ্ছে না। শুক্রবার পর্যন্ত দুই লাখ টাকার বিক্রির আশা করেছিলাম, কিন্তু মাত্র ৫০,০০০ টাকা বিক্রি হয়েছে।’
মেলায় ভারতীয় ব্যাগ এবং জুতার দোকানগুলিতে নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। একজন ভারতীয় পণ্যের ক্রেতা বলেন, ‘আমি প্রয়োজন অনুযায়ী কিনি। কাশ্মীরি শাল বিখ্যাত, তাই একটি কিনেছি, আর এখন শীতের পোশাক কিনেছি।’
একটি ইরানি স্টলে কার্পেট বিক্রি হলেও, বিক্রয়কর্মী মো. মুসা জানান, পণ্যের মান ভালো হলেও ক্রেতারা দাম বেশি মনে করছেন। একটি ৩x৫ ফুট কার্পেটের দাম ২০,০০০ টাকা এবং ৬x১০ ফুট কার্পেটের দাম ৯৫,০০০ টাকা। বিক্রি কম হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
পাকিস্তানি স্টলগুলিতে চাদর এবং বিভিন্ন পোশাক পাওয়া গেলেও, মোহাম্মদ সাজ্জাদ জানান, পাকিস্তানি কাশ্মীরি চাদরের দাম ২০০০ থেকে ৫০০০ টাকা। তবে আগারগাঁওয়ের মেলার তুলনায় এবার বিক্রি অনেক কম। ২৯তম ডিআইটিএফ চলবে এই মাসজুড়ে।