Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করবো না

দাবি আদায়ে শিক্ষকদের শপথবাক্য পাঠ

‘অধিকারের প্রশ্নে কারও সঙ্গে আপস করবো না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে শিক্ষক সমাবেশ করছেন শিক্ষকরা। সমাবেশে নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন। অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন তারা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় জাতীয় শহীদ মিনারে ১০ম গ্রেডের দাবিতে তারা সমাবেশ শুরু করেন। এর আগে সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন।

সমাবেশে শপথ বাক্য পাঠ করান— ফরিদপুরের বোয়ালমারী ভিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাজেদুল হক বাবুল।

শিক্ষকদের শপথ বাক্য

আমি শপথ শপথ করিতেছি যে, শিক্ষার্থী উন্নত জীবনমান উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞা হয়ে অর্পিত দায়িত্ব পালন করবো। পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নে ১০ম গ্রেড বাস্তবায়নের যেকোনো আন্দোলন সংগ্রামে, সংকটময় মুহূর্তে, ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের অধিকারের প্রশ্নে কারো সঙ্গে কোনো আপোশ করবো না।

হে প্রভু আমাদের শক্তি দিন, আমরা যেন জাতি গঠনে ও আমাদের মর্যাদার লড়াইয়ে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পারি। দুর্নীতিমুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে পারি। আমিন।

এর আগে আজ (শুক্রবার) ভোর থেকেই সারাদেশ থেকে এসে শহীদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।