ফের রাস্তা অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার
বিশ্ব ইজতেমার মোনাজাতের বিষয়টি বিবেচনায় এনে পূর্বঘোষিত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করেছে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে মহাখালীতে কলেজের সামনের সড়কে বাঁশ দিয়ে রাস্তা আটকে অবস্থান নিয়েছেন তারা। এতে মহাখালী-গুলশান সড়কের দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে।
দুপুর ১২টায় কলেজের সামনে সংবাদ সম্মেলন করে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করার কথা ঘোষণা করা হয়। তবে কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এ সময় ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ বলেন, বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। তাদের কথা চিন্তা করে শুধু আজকের জন্য রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে সড়কে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছি। কিন্তু নর্থ সিটির ভেতরে অন্য সড়কগুলোতে ব্লকেড কর্মসূচি চলমান থাকবে।
অন্য শিক্ষার্থী মীর ফারদিন বলেন, দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন কলেজটির শিক্ষার্থীরা।