Deprecated: str_replace(): Passing null to parameter #3 ($subject) of type array|string is deprecated in /home/ph4m74q3/public_html/common/config.php on line 186
কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানালেন মেয়ে

কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানালেন মেয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার

বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন শ্বাসকষ্ট নিয়ে গত শনিবার ভোরে হাসপাতালে ভর্তি হন দেশের । প্রাথমিকভাবে আইসিইউতে নেওয়া হলেও অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে কেবিনে রাখা হয়েছে। ফরিদা পারভীনের সবশেষ অবস্থা জানিয়ে এমনটাই জানালেন শিল্পীর মেয়ে জিহান ফারিহা।

তিনি জানান, ফরিদা পারভীনের শারীরিক অবস্থা এখন বেশ ভালো। দ্রুতই তাকে বাসায় নেওয়া হবে। তার কথায়, ‘হাসপাতালে ভর্তির সময়ই বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে নেওয়া হয়েছিল। এখন তেমন কোনো জটিলতা নেই।’

এর আগে ফরিদা পারভীনের ছেলে  ইমাম জাফর নুমানি ফেসবুকে দেওয়া এক বার্তায় লিখেছিলেন, ‘কয়েকটি শারীরিক জটিলতা নিয়ে আমার আম্মা ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আম্মা অনেক দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছেন। এ ছাড়া আম্মার ফুসফুসে খানিকটা পানি জমেছে এবং কিছুটা নিউমোনিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তির পর থেকে আলহামদুলিল্লাহ অবস্থার অনেকটাই উন্নতি লক্ষ করা গেছে। বর্তমানে তিনি আইসিইউতে পর্যবেক্ষণরত অবস্থায় আছেন। আমরা ছেলে-মেয়েরা সার্বক্ষণিক তার সঙ্গে অবস্থান করছি।’

জানা গেছে, বর্তমানে বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন এই গায়িকা। আর তার চিকিৎসার দায়িত্ব আছেন ডা. আশীষ কুমার চক্রবর্তী।

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।